Print Date & Time : 2 July 2025 Wednesday 5:18 pm

কোটালীপাড়ায় ব্রাহ্মণ সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে রতন কুমার আচার্য্যকে সভাপতি ও বিপ্লব চক্রবর্তীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) উপজেলার ভট্টের বাগান মন্দির প্রাঙ্গণে প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট জয়ন্ত কুমার চক্তবর্তী।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক দুলাল চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল চন্দ্র গৌতম, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চক্রবর্তী, ভট্টের বাগান মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার আচার্য্য বক্তব্য রাখেন।

আর//দৈনিক দেশতথ্য//২ সেপ্টেম্বর-২০২২