Print Date & Time : 8 May 2025 Thursday 6:16 pm

কোটালীপাড়ায় ভ্যানচালক ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক ভ্যানচালক ও পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে বসে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের ইসলামীর আমির মো: ছোলায়মান গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচএম জসিম উদ্দিন চাঁদ, ব্যবসায়ী জিয়াদুল ইসলাম লিমনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।