গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে শিল্পকলা একাডেমি চত্ত্বরে নির্মিত হেমায়েত বাহিনীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কোটালীপাড়া বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতি, প্রেসক্লাব কোটালীপাড়াসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ,মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ,উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবুল বশার হাওলাদার, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি এইচ এম মেহেদী হাসানাত, কোটালীপাড়া বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাসসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।