গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ): জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিছুর রহমান প্রধান, প্রেসক্লাব কোটালীপাড়ার সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, জাহিদুল ইসলাম, সমীর রায়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৩ জুলাই-২০২২//