Print Date & Time : 10 July 2025 Thursday 5:52 am

কোটালীপাড়ায় শেখ কামালের জন্মদিন পালিত

 গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ ভবনের হলরুমে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার মানিক, মাজাহারুল আলম পান্না, সমর চাঁদ মৃধা খোকন বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়। 

আর//দৈনিক দেশতথ্য//৫ আগষ্ট-২০২২