কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া -কান্দি সড়কের কাশাতলী নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে প্রিয় লাল অধিকারি (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়লাল উপজেলার মাছপাড়া গ্রামের পূর্নেন্দ্র অধিকারির ছেলে।
পরে আহত পলাশ অধিকারি (২৬),রাজ তালুকদার (২৫)ও মোরসালিন তালুকদার ( ২৪) এর শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানান, কোটালীপাড়া – কান্দি সড়কের কাশাতলী নামক স্থানে দুইটি মটোরসাইকেল মুখমুখি সংঘর্ষ ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর। অপর একজন ঘটনাস্থলেই মারা যান।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনায় কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। অপর তিনজন আহত হয়েছেন।

Discussion about this post