গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘মাইগভ প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাইজেশনযোগ্য সরকারি সেবা চিহ্নিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির (বাপার্ড) আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।
বাপার্ডের পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের পরিচালক মোহাম্মাদ সিরাজুল ইসলাম, যুগ্ম পরিচালক কৃষিবিদ মোহাম্মদ তোজাম্মেল হক, মোঃ আব্দুল গণি মিনা, উপপরিচালক মোঃ মোর্শেদ হাসান মোস্তফা, সহকারি পরিচালক শেখ নাইমুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান বুল, মনিরুজ্জামান শেখ জুয়েলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
বাপার্ডের মহাপরিচালক (যুগ্মসচিব) আ.স.ম হাসান আল আমিন বলেন, মাইগভ একটি ডিজিটাল সেবা প্লাটফর্ম। এর মাধ্যমে দেশের জনগণ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সকল ধরনের সেবা পেয়ে থাকেন।