Print Date & Time : 22 August 2025 Friday 11:02 pm

কোটালীপাড়ায় সরস্বতী পূজা উদযাপন

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যথাযথ ধর্মীয় রীতি এবং ভাবগাম্ভীর্যে উদযাপিত হয়েছে শ্রীশ্রী সরস্বতী পূজা।

আজ সোমবার সারাদেশের মতো কোটালীপাড়াও মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করে সনাতন ধর্ম বিশ্বাসীরা।
সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করা হয়। ঢাক, ঢোল, কাঁসর, মঙ্গল শঙ্খ ও উলুধ্বনিতে উৎসব আমেজ দ্বিগুণ হয়ে ওঠে। ধর্ম বর্ণের গন্ডি পেরিয়ে পূজা সর্বজনীন উৎসবে রূপ নেয়। শিক্ষা
প্রতিষ্ঠানগুলোতে পূজার আয়োজন সকল শিক্ষার্থীর ধর্মের গন্ডি পেরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে।

হিন্দু শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা করা হয়। দেবী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। ঐশ্বর্য, বুদ্ধি, জ্ঞান, সিদ্ধি, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবেও দেবীর আরাধনা করা হয়। পূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে পূজার মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার আয়োজন ছিল।
উপজেলার কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন,কমলকুঁড়ি বিদ্যানিকেতনসহ দুই সহ¯্রাধিক সর্বজনীন এবং ব্যক্তিগত মন্দিরে মর্ত্যলোকে ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পূজার অর্ঘ্য নিবেদন করেন।