Print Date & Time : 22 August 2025 Friday 7:19 am

কোটালীপাড়ায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা

গৌরাঙ্গ লাল দাস,টালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০  সেপ্টেম্বর) উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে কান্দি ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুর সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বক্তব্য রাখেন। 

অপরদিকে শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।  উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ভাবনা থেকে দেশের সব শ্রেণি পেশার মানুষদের একত্রিত করে উদ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে প্রতিহত করাই এই কমিটির লক্ষ্য। 

আর//দৈনিক দেশতথ্য//২০ সেপ্টেম্বর-২০২২