গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশ করতে শারদীয় দূর্গা পূজার কার্যক্রম পরিদর্শন করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান । তিনি শনিবার বিকেলে পশ্চিমপাড় কোটালীপাড়া কেন্দ্রীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
জেলা প্রশাসক পূজা মন্ডপে পৌছালে পূজা আয়োজনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। পরে জেলা প্রশাসক মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সাথে কিছু সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন।
এসময়, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবির, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ, কোটালীপাড়া কেন্দ্রীয় কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি প্রফেসার গৌরাঙ্গলাল চৌধুরী, পূজারি ক্ষিতিশ চন্দ্র রায়,কোটালীপাড়া কেন্দ্রীয় দুর্গা পূজা মন্ডপের সভাপতি বাবুলাল সরকার, সাধারণ সম্পাদক সজল রত্ন, পূজারী অশোক কর্মকার, রঞ্জিত রায়, দুলাল চন্দ্র সাহা

Discussion about this post