Print Date & Time : 10 May 2025 Saturday 3:58 pm

কোটালীপাড়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কদমবাড়ি নামক স্থানের রাস্তার পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

কোটালীপাড়ার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ এমদাদুল হক বলেন, কদমবাড়ি রাস্তার পাশে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা উক্ত স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। আমরা এখন পর্যন্ত তার পরিচয় পাইনি। তবে এই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিল বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

দৈনিক দেশতথ্য//এইচ//