Print Date & Time : 14 May 2025 Wednesday 3:44 am

কোটালীপাড়ায় অসংক্রামক রোগ ও দূর্ঘটনা শীর্ষক সেমিনার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অসংক্রামক রোগ, সাপে কামড় ও সড়ক দূর্ঘটনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়ণে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেমিনারের উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রভাষ মন্ডল, ডা. লিটন বাড়ৈ, অফিস সহকারী জুগল চন্দ্র বাড়ৈ বক্তব্য রাখেন।
সেমিনারে জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সমাজসেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

দৈনিক দেশতথ্য//এল//