গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা শিল্পকলা একাডেমি চত্ত্বরে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা প্রকৌশলী শফিউল আযম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post