Print Date & Time : 10 May 2025 Saturday 8:25 am

কোটালীপাড়ায় আলোর পাঠশালার যাত্রা শুরু

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠান আলোর পাঠশালার যাত্রা শুরু হয়েছে।
আজ রবিবার উপজেলার আমতলী ইউনিয়নের নোয়াধা গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুন্সি আতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন।
আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির উপ-কমিশনার নিশাত রহমান মিথুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষা অফিসার পলাশ সরদার বক্তব্য রাখেন।
প্রধান অতিথি এডভোকেট মুন্সি আতিয়ার রহমান বলেন, নিভৃত এই পল্লীতে আলোর পাঠশালা শিক্ষার আলো ছড়াবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার উন্নয়নে প্রতিটি গ্রামে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা উচিৎ।
আলোর পাঠশালার প্রতিষ্ঠাতা ডাঃ জাহিদুল ইসলাম সাগর বলেন, আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর থেকে প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করানো হবে। আগামীতে এ শিক্ষা প্রতিষ্ঠানটি পঞ্চম শ্রেণি পর্যন্ত করার চিন্তা ভাবনা রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//