গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০০পিচ ইয়াবাসহ রবি হালদার (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানার এসআই কাজী একে আজাদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সিকদার মঞ্জিল নামক বাড়ির সামনে অভিযান চালিয়ে ২০০পিচ ইয়াবাসহ রবি হালদারকে গ্রেফতার করে।
রবি হালদার উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের গুরুবর হালদারের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত রবি হালদারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
জা//দৈনিক দেশতথ্য// ২১ অক্টোবর ২০২২//

Discussion about this post