গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : কোটালীপাড়ায় ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার কোটালীপাড়া ওয়ালটন প্লাজার আয়োজনে প্লাজা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার কাজেম আলীর সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হান্নান মোল্লা, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস বক্তব্য রাখেন।
কোটালীপাড়া ওয়ালটন প্লাজার ম্যানেজার কাজেম আলী বলেন, এখন থেকে আমাদের প্লাজার গ্রাহকগন কিস্তি চলমান অবস্থায় ক্রেতা বা তার পরিবারের সদস্যদের মৃত্যুতে ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা ওয়াটন প্রদান করবে। তাই কিস্তি ক্রেতা সুরক্ষায় এখন থেকে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহকগন আরও বেশি সুরক্ষিত থাকবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post