Print Date & Time : 11 May 2025 Sunday 10:28 am

কোটালীপাড়ায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার উপজেলা পরিষদ চত্ত্বরে ২জন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বাইন হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা কৃষি অফিসার নিটুল রায় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার নিটুল রায় বলেন, এ বছর কোটালীপাড়া উপজেলায় ২৫৪৭০ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। চাষকৃত জমির ধান সহজে কর্তন ও ধান চাষে খরচ কমানোর জন্য সরকার কৃষকদের মাঝে ৫০ শতাংশ ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। তারই অংশ হিসেবে আমরা ২জন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করলাম। এই মেশিন ঘন্টায় ৩বিঘা জমির ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্ধি করতে পারবে

দৈনিক দেশতথ্য//এল//