গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :জ্ঞানের আলো পাঠাগারের মাধ্যমে ১ মাসের খাদ্যসামগ্রী পেল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি অসহায় পরিবার।
পরিবারের একমাত্র উপার্জক্ষম বাচ্চু দাড়িয়া (রজ্জাক) নানাবিধ রোগে আক্রান্ত। আয় রোজগার বন্ধ থাকায় ঘরে খাবার নেই। চিকিৎসার টাকা নেই। জ্ঞানের আলো পাঠাগারের মাধ্যমে চিকিৎসার পাশাপাশি খাদ্যসামগ্রী পেয়েছে বাচ্চু দাড়িয়া।
আজ রবিবার সকালে কোটালীপাড়ার তারাশী গ্রামে বাচ্চু দাড়িয়ার নিজ বাড়িতে ১ মাসের খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা। অভাবের সংসারে হাঠাৎ করে খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আল্পুত হয়ে পড়ে বাচ্চু দাড়িয়া ও তার পরিবারের সদস্যরা।
এ সময় বাচ্চু দাড়িয়ার স্ত্রী বলেন, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে আমার স্বামী অসুস্থ। কোন কাজ-কর্ম করতে না পারায় তার চিকিৎসা খরচ ও সংসার চালানোর খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়ি। বিষয়টি জানতে পেরে জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা আমার স্বামীর চিকিৎসা করিয়ে ওষুধপত্র কিনে দেয়। এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় কাজ করতে পারেন না। আমি আশে পাশের বাড়িতে কাজ করে যা পাই তাতে সবার ১ বেলা খাবারও জোটে না। খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় আমাদের। আজ জ্ঞানের আলো পাঠাগার আমাদের পরিবারের জন্য যে খাদ্যসামগ্রী নিয়ে আসবে তা ভাবতে পারি নাই। আনন্দে কান্না চলে আসছে।
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, দীর্ঘদিন ধরেই বাচ্চু দাড়িয়া (রজ্জাক) অসুস্থ। আমরা সাধ্যমত তাদের পাশে দাড়াই। ডাঃ সামসুল আলম বিনামূল্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছেন। এদিকে তার ঘরে কোন খাদ্যসামগ্রী না থাকার খবর পেয়ে কয়েকজন মানবিক ব্যক্তির সহায়তায় চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, চিনি, লবন, সাবান, হুইল পাউডার, হলুদ, মরিচ, জিরা, ধুনিয়া ও ডিমসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌচ্ছে দেই বাচ্চু দাড়িয়ার বাড়িতে। এসব খাদ্যসামগ্রীতে তাদের আগামী ১ মাস চলে যাবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post