Print Date & Time : 2 July 2025 Wednesday 12:55 pm

কোটালীপাড়ায় গীতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সিদ্ধান্তবাড়ী সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে গীতা পাঠ, ভজন কীর্তন, পৌরাণিক অভিনয় প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে মন্দির অঙ্গনে কোটালীপাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিদ্ধান্তবাড়ী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত গীতা পাঠ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সিদ্ধান্তবাড়ী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ লাল দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কোটালীপাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বালা, সহ-সভাপতি সুখরঞ্জন হীরা, ডা: সুশান্ত বৈদ্য, ডা: পল্পব অধিকারী ও মন্টু বাইন বক্তব্য রাখেন।

উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষক পান্না রানী দাস ও মুনা জেনারেল হাসপাতালের পরিচালক রীনা বাইন।

দুর্গোৎসবের ষষ্ঠী পূজা থেকে নবমী পূজার রাত পর্যন্ত উপজেলা ও আশপাশের জেলা থেকে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তাসহ হাজার হাজার দর্শনার্থী পূজা মন্ডপ দর্শন ও মনোমুগ্ধকর আলোকসজ্জা ঘুরে দেখেন।

দেশতথ্য// জা// ০৫-১০-২০২২//