Print Date & Time : 10 May 2025 Saturday 4:13 am

কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, লক্ষ্মী সরকার, উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জাকারিয়া, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, সমবায়ী খলিলুর রহমান দাড়িয়া বক্তব্য রাখেন।

//জা// দৈনিক দেশতথ্য// ০৫, নভেম্বর ২০২২//