Print Date & Time : 24 August 2025 Sunday 11:59 pm

কোটালীপাড়ায় জেলা পরিষদের সদস্যকে সংবর্ধনা

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত ০৪নং ওয়ার্ডের (কোটালীপাড়া) সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার রাতে জেলা পরিষদ অডিটোরিয়ামে বসে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।এ সময় কোটালীপাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদারের সভাপতিত্বে এ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

//জা// দৈনিক দেশতথ্য// ০৬, নভেম্বর ২০২২//