Print Date & Time : 24 August 2025 Sunday 6:00 am

কোটালীপাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
উদ্ভাবনী জয়োল্লাসে বাংলাদেশ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে প্রধানমন্ত্রীর সংসদীয় নির্বাচনী এলাকা কোটালীপাড়া -টুঙ্গিপাড়ার উন্নয়ন কার্যক্রমের প্রতিনিধি মো: শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মুনসুর গাজী লিপি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বক্তব্য রাখেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। মেলায় ২২টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের পণ্য প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//