কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৪শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলায় কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ শুক্রবার উপজেলার সিতাইকুন্ড গ্রামের ফকির বাড়িতে বসে ছোলা, চিনি, তেল, সেমাইসহ বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক ও ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম তুহিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আজাহার উদ্দিন শেখ, সমাজসেবক জামাল ফকির, হারুনুর রশীদ, ইউপি সদস্য মাহামুদা খাতুন, কামাল আব্দুর রশীদ ফাউন্ডেশনের পরিচালক সাইফুল ইসলাম টিপু, তানভীরুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post