গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘বাঙালির ঐতিহ্য পিঠা পার্বন’ এ স্লোগানে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।
আজ সোমবার শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
এসময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলিপ ভাবুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পলাশ সরদার উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে ১১টি স্টলে পিঠা প্রদর্শনী হচ্ছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে পিঠা উৎসব।
উৎসবে অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, নকশী পিঠা, পাকান, রসালো রোল, সবজি পুলি, পাটিসাপটা, মালপোয়া, রসবড়া, নারিকেল পুলিসহ বিভিন্ন পিঠা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post