কোটালীপাড়া উপজেলায় ধর্ষণ চেষ্টার শাস্তি হিসেবে জুয়েল শেখ (৩২) নামে এক যুবককে সালিস বৈঠকের মাধ্যমে জুতাপেটা করা হয়েছে।
গত সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারী ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, কাচারী ভিটা গ্রামের মুজিবর শেখের ছেলে জুয়েল শেখ সম্প্রতি বাড়ির পাশের এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিস বৈঠক হয়।
সর্বশেষ গত সোমবার রাতে কাচারী ভিটা গ্রামের মহব্বত শেখের ছেলে সেকেন্দার শেখের বাড়িতে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সালিস বৈঠকে কাচারী ভিটা গ্রামের সালিসকারক ফরিদ শেখ, খোকন মোল্লা ও বুলবুল ব্যাপারীর নির্দেশে জয়নাল শেখ ওই গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত জুয়েল শেখকে জুতাপেটা করে।
তবে এ ঘটনার পর আজ বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে ওই গৃহবধু ও তার পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যায়নি।
এ বিষয়ে কাচারী ভিটা গ্রামের সেকেন্দার শেখের কাছে জানতে চাওয়া হলে তিনি সালিস বৈঠকে জুয়েল শেখকে জুতাপেটা করার কথা স্বীকার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ব্যাপারী বলেন, আমার ওয়ার্ডের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফরিদ শেখ, খোকন মোল্লা ও বুলবুল ব্যাপারীর নির্দেশে জয়নাল শেখ অভিযুক্ত জুয়েল শেখকে জুতাপেটা করেছে বলে আমি শুনেছি। তবে এ ধরণের ঘটনায় গ্রাম্য সালিস বৈঠক না করে আইনের সহযোগিতা নেওয়া উচিৎ।
জুয়েল শেখকে জুতাপেটা করার নির্দেশ দাতা ফরিদ শেখ, খোকন মোল্লা ও বুলবুল ব্যাপারী এবং জুতাপেটাকারী জয়নাল শেখকে তাদের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। এই চার ব্যক্তির মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো: জিল্লুর রহমান বলেন, এই ঘটনাটি আমার জানা নেই। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post