গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে সাজিদুল ঘরামী (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুশলা ইউনিয়নের পবনারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সাজিদুল ঘরামী পবনারপাড় গ্রামের রবিউল ইসলাম রনীর ছেলে।
শিশু সাজিদুল ঘরামীর চাচা পান্নু ঘরামী জানান, বৃহস্পতিবার দুপুরে সাজিদুল ঘরামীর মা শিমুল বেগম বাড়ির সামনের রাস্তার উপর বসে সাজিদুলকে খাবার খাওয়াচ্ছিলেন। খাবার শেষ হয়ে যাওয়ায় তিনি সাজিদুলকে রাস্তায় রেখে ঘরে খাবার আনতে যায়। ঘর থেকে খাবার এনে সাজিদুলকে রাস্তায় দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে । পরবর্তীতে পরিবারের লোকজন বাড়ির সামনের পাথারের পানির মধ্যে থেকে সাজিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
দৈনিক দেশতথ্য//এল//