Print Date & Time : 12 May 2025 Monday 4:28 am

কোটালীপাড়ায় পান্না রাণী দাসের গনসংযোগ

কোটালীপাড়া প্রতিনিধি : আসন্ন গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী পান্না রাণী দাস গনসংযোগ করেন।

সোমবার বিকেলে নগরীর পশ্চিমপাড়া, বাগান উত্তরপাড়া,বান্দল এলাকায় আসন্ন নির্বাচনে প্রার্থীতা জানান দিতে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী পান্না রাণী দাস বাড়ি বাড়ি গিয়ে গনসংযোগ করেন।

গণসংযোগে শত শত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। গণসংযোগ পশ্চিমপাড়া,বান্দল ও বাগান উত্তরপাড়া এলাকা প্রদক্ষিন করে শুরু স্থলে গিয়ে শেষ হয়। এবং পথে ও দোকানে থাকা ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

কাউন্সিলর প্রার্থী পান্না রাণী দাস বলেন,স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এবং সেবাবঞ্চিত মানুষকে সেবা প্রদানের প্রত্যয়ে পৌর কাউন্সিলর হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার আশাবাদ ব্যক্ত করছি। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি, আমার ওয়ার্ডের সকল মানুষ দলমত নির্বিশেষে আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//