Print Date & Time : 10 May 2025 Saturday 4:45 am

কোটালীপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

৮ বছরের নয়ন রায়। জন্ম থেকেই প্রতিবন্ধী। সে কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামের দরিদ্র প্রবাল রায়ের ছেলে। নয়নের বাবাও প্রতিবন্ধী।

ছেলের জন্য হুইল চেয়ার কেনা তাদের জন্য আকাশ-কুসুম স্বপ্ন দেখার মত। এবার প্রবাল রায়ের সেই স্বপ্ন পূরণ করছে কোটালীপাড়ার স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। ওিই পাঠাগারের পক্ষ থেকে আজ সকালে নয়ন রায়কে হুইল চেয়ার উপহার দেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিরণ ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল আলম পান্না। এ সময় হুইল চেয়ার দেওয়া হয় ২৩ বছর বয়সী প্রতিবন্ধী বন্যা আক্তারকে। বন্যা কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটি গ্রামের স্বামী পরিত্যাক্ত বাসনা বেগমের মেয়ে।

চার ছেলেমেয়ের মধ্যে বন্যা সবার ছোট। জন্ম পরই হঠাৎ এক অসুখে মেয়েটা প্রতিবন্ধী হয়ে যায়। কিছুদিন পরই স্বামী কালাম শেখ ৪ টি সন্তান বাসনা বেগমের কাছে রেখে হঠাৎ উদাও হয়ে যায়। সেই থেকেই বাসনা বেগমের সংগ্রামী জীবন।

প্রতিবন্ধী ও নানা রোগে আক্রান্ত হয়ে বন্যা প্রায় ২২ বছর যাবত শয্যাশায়ী। চলাচলে সম্পূর্ণ অক্ষম। ২৩ বছর বয়স হলেও উচ্চতায় মাত্র সাড়ে ৩ ফুট। বিশলাকার মাথা নিয়ে শুয়ে শুয়ে কাটে বন্যার পুরো সময়। বাসনা বেগমের যেন কষ্টের শেষ নেই প্রতিবন্ধী মেয়ে বন্যাকে নিয়ে। বসতভিটাটুকু স্বামী গোপনে অন্যের কাছে বিক্রি করে দিয়েছে। ওজনের ভারে মেয়েকে ঘর থেকে কোলে করে বাইরেও নেওয়া যায় না। হুইল চেয়ার পেয়ে বাসনা বেগম বলেন, অনেক দিনের স্বপ্ন আজ পূরণ করেছে জ্ঞানের আলো পাঠাগার।

হুইল চেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ, টিম লিডার জোবায়ের রিফাত, মোবাশ্বের, স্বেছাসেবক মুন্না, হাসানসহ জ্ঞানের আলো পাঠাগারের সদস্যরা।

ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না বলেন, জ্ঞানের আলো পাঠাগারের এ সকল মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল বলেন, এই দুই অসহায় প্রতিবন্ধীর হুইল চেয়ার কেনার জন্য সহায়তা চেয়ে ফেসবুকে পোষ্ট দিলে একজন প্রবাসী ও একজন চিকিৎসক এই হুইল চেয়ার দুটি কিনে দেন। আজ আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হলো।

//জা// দৈনিক দেশতথ্য// ০৫, নভেম্বর ২০২২//