গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ।
আজ শুক্রবার আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিখিল চন্দ্র দত্তের নেতৃত্বে কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পৌর সুপার মাকেট চত্ত্বরে এসে একটি পথসভায় মিলিত হয়।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি বিচরণ পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী, কোটালীপাড়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নিত্য গোপাল মালো, প্রচার সম্পাদক খলিল দাড়িয়া, আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা শেখ নুর মোহাম্মদ, কামরুল ইসলাম, মন্টু শেখ, বনোজ কুমার মজুমদার, পুলিন চন্দ্র বাড়ৈ বক্তব্য রাখেন।
এডভোকেট নিখিল চন্দ্র দত্ত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫বছরে শিক্ষা, স্বাস্থ্য ,যোগাযোগসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আমাদের সকলকে ৭জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফূর্ত ভাবে নৌকায় ভোট দিতে হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//