Print Date & Time : 13 May 2025 Tuesday 3:27 pm

কোটালীপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

গৌরাঙ্গ লাল দাস :কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার সিকদার, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) আশরাফ হোসেন বক্তব্য রাখেন।
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে ৫০টি স্টল বসে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//