Print Date & Time : 17 May 2025 Saturday 4:45 am

কোটালীপাড়ায় ফুটবল ও কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ফুটবল একাডেমি ও কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ফুটবল একাডেমি এবং কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল একাডেমি ও কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এস//