গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন উজ্জীবন সংঘের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার উপজেলার সরকারি শেখ রাসেল মহাবিদ্যালয়ে এ চিকিৎসা সেবা পরিচালিত হয়।
ক্যাম্পে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রাক্তন সিভিল সার্জন ডা: সিদ্ধেশ্বর মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিকিৎসা সেবা প্রদান ক্যাম্প উদ্বোধন করেন।
উজ্জীবন সংঘের সভাপতি মংগল চন্দ্র ফলিয়ার সভাপতিত্বে উজ্জীবন সংঘের সাধারণ সম্পাদক অতনু হালদার লিটন, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: লক্ষণ বাড়ৈ, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: জীবানন্দ হালদার ( ধীমান),ঢাকা ডেন্টাল কলেজের সহকারী অধ্যাপক ডা: সুমান্ত কুমার গাইন, প্রভাষক ডা: রীতা ওঝা, ডা: সমীরন রায়,ডা: মাধুরী বাড়ৈ ও উজ্জীবন সংঘের সহ সভাপতি উৎপল বিশ্বাস উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উজ্জীবন সংঘের সাধারণ সম্পাদক অতনু হালদার লিটন বলেন, কলাবাড়ী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আগামীতেও এ ধরনের কর্মকান্ড আমরা চালিয়ে যাব।
জা//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৮, ২০২২//

Discussion about this post