Print Date & Time : 29 August 2025 Friday 3:02 pm

কোটালীপাড়ায় ব্যাডমিন্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী স্মৃতি ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নাামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

ফাইনাল খেলায় এনামুল হক মোল্লার দল ও সাহাল ইসলামের দল অংশগ্রহণ করেন। সাহাল ইসলামের দলকে ২-১ সেটে এনামুল হকের দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেলের চাবি ও রানার্স আপ দলের মধ্যে ফ্রিজ বিতরণ করেন। এসময় কৃষি ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক ইকবাল হোসেন মোল্লা, প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ডাক্তার পল্লব অধিকারী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মোল্লা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আহবায়ক মনিরুজ্জামান ঘরামী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম দাড়িয়া, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আমিনুল হক সাব্বিরসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচের টিম গেরিলার সম্মাননা পুরস্কার অর্জন করেন চাপাইনবাবগঞ্জ জেলা থেকে আগত খেলোয়ার মোহন। বিশাল পরিসরের এই টুর্নামেন্টের প্রতিটি খেলায় ছিল দর্শকের উপচে পড়া ভিড়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//