গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার উপজেলা ভূমি অফিসের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পুস্পেন কুমার শিকদার, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরদার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম অর্ধশত ভূমির মালিকদের মাঝে পর্চা বিতরণ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post