গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কনসান্সের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মাদক বিরোধী র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, কোটালীপাড়া থানার এস আই মামুনুর রশিদ, বাংলাদেশ ইয়ূথ ফার্স্ট কন্সার্ন্সের হেড অব এমএনকে ফ্রান্সিস কস্তা বকুল, প্রোগ্রাম ম্যানেজার নয়ন দাস, মিন্টু হালদার বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য// এইচ//

Discussion about this post