Print Date & Time : 13 May 2025 Tuesday 2:59 pm

কোটালীপাড়ায় মেয়র প্রার্থী হাবিবুর রহমানের গণসংযোগ

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মুকুল লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুকুল পৌরসভার পশ্চিমপাড়, বাগান উত্তরপাড়, বান্দল, রতালসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
এ সময় কাউন্সিলর আক্তারুজ্জামান ঝন্টু, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির, এডভোকেট লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, বীর মুক্তিযোদ্ধা সামচুল হক, সেচ্ছাসেবক লীগ নেতা মিরাজ আহম্মেদ, সমাজসেবক বাহার আলী, খোরশেদ আলমসহ দলীয় নেতা-কর্মীরা তার সাথে ছিলেন।

মেয়র প্রার্থী মোঃ হাবিবুর রহমান মুকুল বলেন, দীর্ঘদিন ধরে আমি ও আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে যুক্ত আছি। আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক ছিলেন হেমায়েত বাহিনীর প্রথম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। আশা করছি আমার এই কাজের মূল্যায়ণ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন।

উল্লেখ্যঃ আগামী ২০মার্চ এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//