Print Date & Time : 2 July 2025 Wednesday 8:31 am

কোটালীপাড়ায় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে গাছের চারা, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গাছের চারা, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পুষ্পেন কুমার শিকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার বাড়ৈ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহেল হেলাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, বঙ্গবন্ধু চেতনা যুব সৈনিক সংঘের সভাপতি দিদারুল ইললাম খান, মাদকমুক্ত সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান বক্তব্য রাখেন।

জা// দৈনিক দেশতথ্য// ১ নভেম্বর, ২০২২//