গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস এবং মহামতি জি¦ন হেনরী ডুনান্টের ১৯৫তম জন্মদিন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলা টিমের আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলা টিমের দলনেতা নাইমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম সিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, শিক্ষক অসিম বৈরাগী, ছাত্রলীগ নেতা শামিম দাড়িয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটালীপাড়া উপজেলা টিমের উপ-দলনেতা সজল বালা, ইসরাত জাহান, রক্ত বিষয়ক উপ-প্রধান আশুতোষ দাস, ক্রীড়া ও সংস্কৃত বিষয়ক বিভাগীয় প্রধান শিব পোদ্দার বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মহামতি জি¦ন হেনরী ডুনান্টের ১৯৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প পরিচালিত হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post