কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৭ বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে পরিদর্শক মতিয়ার রহমান মুন্সী (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২৪ মে) রাতে কোটালীপাড়া উপজেলার হিরণ বাজার থেকে মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সী ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্র পরিদর্শক ও কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের মৃত আবুল হাসেম মুন্সীর ছেলে।
ধর্ষণের শিকার ওই শিশুর পিতা বলেন, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গনশিক্ষা কেন্দ্র পরিদর্শক গ্রেফতারকৃত মতিয়ার রহমান মুন্সীর স্ত্রী মাসুদা কাছে আমার মেয়ে ইসলামিক শিক্ষা নিতো।
প্রতিদিনের মত গতকাল মঙ্গলবার (২৩ মে) সকালে আমার শিশু ওই বাড়িতে পড়তে যায়। এ সময় সাংসারিক কাজে মাসুদা বেগম ব্যস্ত হয়ে পড়লে মতিয়ার রহমান মুন্সী আমার মেয়েকে ধর্ষণ করে। এ সময় আামার মেয়ে চিৎকার দিলে তাকে বাড়ীতে পাঠিয়ে দেয়।
পরের দিন গত বুধবার (২৪ মে) সকালে আমার মেয়েকে ইসলামিক শিক্ষা নিতে পাঠাতে চাইলে সে আমি ও আমার স্ত্রীকে ঘটনা খুলে বলে।
এ ঘটনায় গত বুধবার (২৪ মে) সন্ধ্যায় ওই শিশু বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ উপজেলার হিরণ বাজারে অভিযান চালিয়ে মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করে।
অভিযুক্ত মতিয়ার রহমান মুন্সী বলেন, আমি দীর্ঘদিন ধরে সুনামের সহিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে কাজ করে আসছি। একটি চক্র আমাকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাসিঁয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের পরিদর্শক মতিয়ার রহমান মুন্সীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাক্তারী পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post