Print Date & Time : 3 May 2025 Saturday 6:24 pm

কোটালীপাড়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের হলরুমে উপজেলা মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ওয়েষ্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান খান মিলন, তুষার মধু, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে, পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল, ধারাবাশাইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী অমিত মাহমুদ বক্তব্য রাখেন।


কমলকুঁড়ি বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি মোতাহার হোসেন সরদার বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য শুধু ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা কাজ করলেই হবে না। এর জন্য সমাজের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। তাই আমরা উপজেলার ৪৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ একত্রিত হয়ে এই মতবিনিময় সভার আয়োজন করেছি। এ ধরণের মতবিনিময় সভার মাধ্যমে কোটালীপাড়া উপজেলার শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব বলে আমি মনে করছি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//