গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১০জন আহত হয়েছে। গুরুতর আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ও আজ শুক্রবার উপজেলার রাধাগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানাগেছে, দিঘলীয়া গ্রামের ইলিয়াছ শেখের সাথে একই গ্রামের মামুন শেখের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই সুত্র ধরে বৃহস্পতিবার রাতে মামুন শেখের লোকজন ইলিয়াছ গ্রুপের লোক ও ইউপি সদস্য মারুফ শেখকে পিটিয়ে হাত পা ভেঙ্গে দেয়। তাকে গুরুতর অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এনে ভর্তি করা হয়। এখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ দিকে ইউপি সদস্য মারুফ শেখকে পিটিয়ে আহত করাকে কেন্দ্র করে আজ শুক্রবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০জন আহত হয়। গুরুতর আহত শেরজন শেখ, ইউছুপ শেখ, সিদ্দিক শেখ, সোহাগ শেখকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ইলিয়াছ শেখ বলেন, মামুন শেখের লোকজন অন্যায় ভাবে পিটিয়ে ইউপি সদস্য মারুফ শেখের হাত পা ভেঙ্গে দিয়েছে। মামুন শেখ ও তার লোকজন এলাকায় রামরাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে আমরা এলাকায় বসবাস করতে পারছিনা। আমরা মামুন শেখ ও তার লোকজনের হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মামুন শেখ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অঙ্গীকার করে বলেন, ইউপি সদস্য মারুফ শেখকে কারা মেরেছে তাহা আমার জানা নেই।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
জা// দৈনিক দেশতথ্য// ২৮ অক্টোবর, ২০২২//

Discussion about this post