Print Date & Time : 12 May 2025 Monday 4:42 am

কোটালীপাড়ায় সিদ্ধান্তবাড়ীর বাৎসরিক মহোৎসব

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিদ্ধান্তবাড়ীর বাৎসরিক মহোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিদ্ধান্তবাড়ী শিব মন্দিরের আয়োজনে প্রতি বছরের মতো এ বছরও সিদ্ধান্তবাড়ী শিব মন্দির প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বৈশাখী মেলা শেষে মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বরিশাল, মাদারীপুর, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা এ বাৎসরিক মহোৎসব ও মেলায় অংশগ্রহণ করেন। ঢাক-ঢোল-কাঁসি বাজিয়ে আগত ভক্তরা এ বাৎসরিক মহোৎসবে অংশগ্রহণ করে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। কোটালীপাড়ার ঐতিহ্যবাহী সিদ্ধান্তবাড়ী শিব মন্দিরের সভাপতি গৌরাঙ্গ লাল চৌধুরী বলেন, আমাদের মন্দির কমিটির আয়োজনে প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে নীল পূজা ও তিন দিন ব্যাপি বৈশাখী মেলা শেষে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এল//