কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার বিকেলে উপজেলার ঘাঘরকান্দা ও মহুয়ার মোড়ে অভিযান চালিয়ে মোঃ ইবাদুল মোল্লা (২৬), সাজ্জাদ মোল্লা (৪৩) ও আনিছ কাজী (২৮) কে ৬৭ পিস ইয়াবা ও ১০০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে কোটালীপাড়া থানা পুলিশ।
মোঃ ইবাদুল মোল্লা ঘাঘরকান্দা গ্রামের আফজাল মোল্লার ছেলে ও সাজ্জাদ মোল্লা একই গ্রামের সুলতান মোল্লার ছেলে। অপরদিকে আনিছ কাজী সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আইয়ুব কাজীর ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এদের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদক আইনে ২টি মামলা দিয়ে আজ রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post