গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এ প্রশিক্ষণ শেষে ৮০জন নারী পেয়েছেন সেলাই মেশিন ও সনদপত্র।বিআরডিবির দরিদ্র মহিলাদের জন্য পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) অর্থায়ণে দেশের বিভিন্ন অঞ্চলের ৮০জন নারী ৩০দিনব্যাপী সেলাই প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে সমাপনী অনুষ্ঠানে এ সেলাই মেশিন ও সনদপত্র গ্রহণ করেন।
আজ বুধবার বাপার্ড হলরুমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৮০জন প্রশিক্ষাণার্থীর হাতে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেন।
বাপার্ডের মহাপরিচালক সৈয়দ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম, বিআরডিবির মহাপরিচালক এস এম মাসুদুর রহমান, ইরেসপোর প্রকল্প পরিচালক রাশেদুল আলম, প্রশিক্ষাণার্থী মৌসুমী ভৌমিক বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এল//