Print Date & Time : 11 May 2025 Sunday 2:07 am

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তের বিরুদ্ধে উত্থাপিত দূর্নীতির অভিযোগকে মিথ্যা উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেছেন।
আজ শনিবার উপজেলা পরিষদের সামনের সড়কে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইব্রাহিম মোল্লা, মেডিকেল অফিসার ডা. প্রভাস মন্ডল, হিসাব রক্ষণ কর্মকর্তা ঝর্ণা আক্তার, ভান্ডার রক্ষক কর্মকর্তা কামরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক টুকু বিশ্বাস, নার্স সজ্ঞিতা বাড়ৈ, সিএইচসিপি পবিত্র বিশ্বাস, স্বাস্থ্যকর্মী মাহাবুব হাসান, বিনয় জয়ধর বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে কয়েকজন স্বাস্থ্য সহকারী মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতির অভিযোগ এনে গত ৬জুলাই সংবাদ সম্মেলন করেছে। তাদের সকল অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করলাম।

সংবাদ সম্মেলনে টুপুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান লিখিত বক্তব্যে পাঠ করেন।

দৈনিক দেশতথ্য//এল//