Print Date & Time : 21 July 2025 Monday 6:59 pm

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের (মডেল) এলামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সন্ধ্যায় উপজেলার সিকির বাজারে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির চত্ত্বরে এ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখ, শিক্ষক হাবিবুর রহমান, কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিঠু, প্রধান শিক্ষক সুরেশ চন্দ্র দাস, অনুষ্ঠানটির আহবায়ক আশরাফুজ্জামান ঝন্টু, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র শাহীন তালুকদার, লিয়াকত আলী লেবু, কাজী অমিত মাহমুদ, মোহাম্মদ লাভলু শেখ, সুমন মিয়া, ড. অপূর্ব রুদ্র বক্তব্য রাখেন।

দৈনিক দেশতথ্য// এইচ//