Print Date & Time : 5 May 2025 Monday 5:21 pm

কোটালীপাড়া বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ফিরোজ , সম্পাদক গৌরাঙ্গ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বুলবুল আলম ফিরোজকে সভাপতি ও গৌরাঙ্গ লাল দাসকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার উপজেলা হাসপাতাল রোডস্থ ডিজিটাল মেডি ল্যাবে উপজেলা বেসরকারি হাসপাতাল এন্ড ক্লিনিক মালিক সমিতির সাধারণ সভায় উক্ত নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিজানুর রহমান নাছিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দাড়িয়া, কোষাধ্যক্ষ নিউটন মজুমদার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম লিখন, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমীন সরদার, প্রচার সম্পাদক অর্জুন রত্ন, দপ্তর সম্পাদক অসিম বর্ণিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নিপুন ঢালী, কার্যকরী সদস্য দিদারুল ইসলাম।

দৈনিক দেশতথ্য//এসএইচ//