Print Date & Time : 21 July 2025 Monday 8:14 am

কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের সাথে মতবিনিময়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইমেন্ট অফিসার গাজী আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)।
আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে তিনি এ মতবিনিময় সভা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ডা. শাওন সিকদার টুটু, সাংবাদিক মিজানুর রহমান বুলু, ইউপি চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে গাজী আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রোগীদের ঘুরে দেখেন ও তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা ও আমার জন্মভূমি এই কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রটি দেখার জন্য আসলাম। এখানে জনগনের স্বাস্থ্য সেবার সকল আধুনিক সুযোগ সুবিধাই রয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//