ইরফান উল্লাহ, ইবি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছাড়া অন্য সকল কোটা বাতিল করতে হবে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে কোটা প্রথা বাতিলের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
যদি বাতিল করা না হয় তাহলে আগামীদিনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন বন্ধ করে দিবো।
এস এম সুইট আরও বলেন, ‘আমাদের জুলাই অভ্যুত্থান শুরু হয়েছিল কোটা প্রথার বিরুদ্ধে। কিন্তু এতোগুলো ভাইয়ের শাহাদত বরণের পরেও এখনো বিশ্ববিদ্যালয়ে কীভাবে কোটা প্রথা বহাল থাকে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে সকল ধরনের কোটা প্রথার বিলুপ্তি চাই। আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘এই কোটার জন্যই কি রক্ত ঝরালাম’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে’, ‘রক্তাক্ত জুলাই এর সাথে বেইমানি’, ‘কাদের স্বার্থ রক্ষায় এখনো কোটা’, ‘কোটার প্রহসন দূর করতে হবে’, ‘প্রশাসন কি আবারো রক্ত দেখতে চায়’, ‘কোটা বিলুপ্তিতে আবারো রক্ত দেব’ সহ বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।

Discussion about this post