সিলেট অফিস : সিলেটের কোম্পানীগঞ্জে ভোট দিতে এসে হিটস্ট্রোকে মফিজ মিয়া (৫৫) নামের এক ভোটারের মৃত্যু হয়েছে।
মারা যাওয়া মফিজ মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার চাতল পাড়ের বেলাজুর গ্রামের সাবেক মৃত তাজু ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে তেলিকাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার মৃত্যু হয়েছে।
চাচাতে ভাই ইয়াকুব আলী বলেন, আমার ভাই ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে হিট স্টোকে তেলিকাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়েন পরে সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ মে ২০২৪